logo
  • ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১ আশ্বিন ১৪২৬

কুরবানির আগেই হিলিতে দ্বিগুণ পেঁয়াজের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৯ জুলাই ২০১৯, ১৯:৫৪ | আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:০৭
ঈদের আগেই বাড়লো পেঁয়াজের দাম
কুরবানির আগেই হিলিতে বাড়লো পেঁয়াজের দাম
হিলি বন্দরে কুরবানি ঈদের আগেই বাড়লো ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে বন্দরে প্রকারভেদে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। 

যে পেঁয়াজ এক সপ্তাহে আগে বন্দরে বিক্রি হতো ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে আজ সেই পেঁয়াজ বন্দরে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকা দরে।

পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারক সাইফুল ইসলাম জানান, ভারত সরকারের প্রণোদনা প্রত্যাহার ও সে দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া খারাপ থাকায় পেঁয়াজ তেমন উৎপাদন হয়নি। সে কারণে ভারত থেকে আমাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। সে জন্য আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়েছে। 

তিনি আরও বলেন, ভারতের আবওহায়া যদি এ রকম থাকে তাহলে ঈদের আগে দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের দাম কমার আর সম্ভাবনা নেই।

হিলিতে পেঁয়াজ কিনতে আসা পাইকার জানান, আমি বন্দরে প্রতিনিয়ত পেঁয়াজ কিনতে আসি। আজ বন্দরে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় পেঁয়াজ কিনতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কারণ আমাদের মোকামে পেঁয়াজের দাম বাড়েনি আগের দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৩ কর্ম দিবসে বন্দর দিয়ে ভারত থেকে ১০২ ট্রাকে ২ হাজার ৫৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়