• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে তিস্তায়

লালমনিরহাট প্রতিনিধি

  ০৯ জুলাই ২০১৯, ১৮:৩৩
পানি বেড়েছে তিস্তায়
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে তিস্তায়

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বাড়ছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে মঙ্গলবার দুপুর থেকে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তার পানি বাড়তে শুরু করায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দেশের বহুল আলোচিত ছিটমহল দহগ্রাম- আঙ্গরপোতাসহ হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চলগুলোতে যেকোনো সময় তিস্তার পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, তিস্তার পানি ডালিয়া পয়েন্টে মঙ্গলবার দুপুরে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির নিয়মিত খবর নেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 
বেড়িবাঁধ সংস্কারে বন উজাড়, ঝুঁকিতে সমুদ্র উপকূলের মানুষ
X
Fresh