• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সরকারি বই বিক্রি করে প্রধান শিক্ষক বরখাস্ত

বরিশাল প্রতিনিধি

  ০৯ জুলাই ২০১৯, ১১:৫৭
বই, জব্দ, বিক্রি

বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা আক্তার জানান, জেলা প্রশাসকের নির্দেশে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পাশাপাশি স্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহামুদুল হাসান জানিয়েছেন, গেল শুক্রবার চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহমেদ গেল তিন বছরের জমা নবম ও দশম শ্রেণির সাড়ে সাত মণ বিনামূল্যের সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রি করেন।

গতকাল সোমবার দুপুরে বইগুলো ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা স্কুলের অদূরে কানাইপুরা বাসস্ট্যান্ডে গোপালগঞ্জের হাবিব শেখ নামের একজনকে বইসহ আটক করে। খবর পেয়ে বইগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়।

এ ঘটনায় জড়িত বই ক্রেতা গোপালগঞ্জের হাবিব শেখ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহমেদ ও অফিস সহকারী রেজাউল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উর্মি ভৌমিকের কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে বই বিক্রির বিষয়টি স্বীকার করলে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা আক্তার।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা রুমির মৃত্যুতে ফেসবুক যেন শোক বই
এ বছর খাদ্যশস্য উৎপাদন খুবই ভালো : নাছিম
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
চাল বিক্রিতে নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
X
Fresh