• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

  ০৮ জুলাই ২০১৯, ১৮:০৯

বাগেরহাটের ফকিরহাটে গরুবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন আলীর ছেলে রাব্বী (২৮) ও সৈয়দ মহল্লা গ্রামের মোহাম্মদ হোসেন ছেলে জাহাঙ্গীর আলম(৪২)।

আহতদের প্রথমে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ফকিরহাটের পাগলা গ্রামের সিরাজুল ইসলাম নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, মোল্লাহাট থেকে ছেড়ে আসা গুরুবোঝাই একটি ট্রাক ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এলে প্রথমে একটি বাইসাইকেল ও পরে একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাব্বী মারা যান। গুরুতর আহত চারজনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জাহাঙ্গীর নামের আরও একজন মারা যান।

ওসি আরও জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
X
Fresh