logo
  • ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯, ১ অগ্রহায়ণ ১৪২৬

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা প্রতিনিধি
|  ০৮ জুলাই ২০১৯, ১৬:৪৯ | আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৭:২৪
motorcycle riders killed
পাবনার বিরামপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে পাবনা-ঢাকা মহাড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজানগর উপজেলার চিনাখড়া এলাকার রফিকুল ইসলাম (৩৫), আমিনপুর থানার বিরামপুরের মোক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার আত্রাই গ্রামের ইসা (২৮)। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম (পিপিএম) আরটিভি অনলাইনকে জানান, সোমবার দুপুরে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী পাবনার দিকে যাচ্ছিল। পথে পাবনা-ঢাকা মহাসড়কের বিরামপুরে মোটরসাইকেলটি পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়ানতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়