• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে পাহাড় ধসে দুই উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি

  ০৮ জুলাই ২০১৯, ১৫:২৯
পাহাড় ধসে রুমা ও থানচি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

বান্দরবানের চিম্বুক সড়কের নয় মাইল এলাকায় পাহাড় ধসে রুমা ও থানচি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রবল বর্ষণের সময় ওই এলাকায় সড়কের ওপর একটি বিশাল পাহাড় ধসে পড়লে এই যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সড়কে চলাচলকারী লোকজন এখন দুর্ভোগের মধ্যে পড়েছে।

এদিকে একটানা ভারী বৃষ্টির কারণে বান্দরবান শহরের আশপাশে বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

পাহাড় ধসে শহরের ইসলামপুর এলাকায় একটি টিনের ঘর ধসে পড়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে জেলা প্রশাসক দাউদুল ইসলাম বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে পাহাড় ধসের আশঙ্কায় প্রাণহানি ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এছাড়া পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারী লোকজনদের সরিয়ে নিতে সচেতনাতামূলক মাইকিং করা হচ্ছে। চালানো হচ্ছে অভিযান।

জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানিয়েছেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে এরইমধ্যে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সাতটি উপজেলায় ১২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলেও জানিয়েছেন প্রশাসন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
কেএনএফের আরও ৩ নারী সহযোগী গ্রেপ্তার
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
X
Fresh