• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বান্দরবানে পাহাড় ধসে দুই উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি

  ০৮ জুলাই ২০১৯, ১৫:২৯
পাহাড় ধসে রুমা ও থানচি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

বান্দরবানের চিম্বুক সড়কের নয় মাইল এলাকায় পাহাড় ধসে রুমা ও থানচি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রবল বর্ষণের সময় ওই এলাকায় সড়কের ওপর একটি বিশাল পাহাড় ধসে পড়লে এই যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সড়কে চলাচলকারী লোকজন এখন দুর্ভোগের মধ্যে পড়েছে।

এদিকে একটানা ভারী বৃষ্টির কারণে বান্দরবান শহরের আশপাশে বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

পাহাড় ধসে শহরের ইসলামপুর এলাকায় একটি টিনের ঘর ধসে পড়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।