• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এমপি লিটনের প্রথম জানাজা সম্পন্ন

আরটিভি অনলাইন রিপোর্ট রংপুর

  ০১ জানুয়ারি ২০১৭, ১৫:০০

দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার দুপুর পৌনে ১টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জানাজা সম্পন্ন হয়।

জানাজায় রংপুর সিটি করপোরেশন মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, র‌্যাব-১৩ এর অধিনায়ক এটিএম আতিকুল্ল্যাহ।

পরে এমপি লিটনের মরদেহে বিভাগীয় ও জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে নিহত এমপি লিটনের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

জানাজা শেষে হেলিকপ্টারযোগে এমপি লিটনের মরদেহ ঢাকায় নেয়া হবে বলে জানা যায়। সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নেয়া হবে তার মরদেহ। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh