• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বৃষ্টিতে ভিজে স্কুল খোলার অপেক্ষায় শিক্ষার্থীরা!

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০৭ জুলাই ২০১৯, ১৬:২০
কোমলমতি ক্ষুদে শিক্ষার্থী

লক্ষ্মীপুরে পশ্চিম বাঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় প্রতিনিয়ত বিদ্যালয় খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। কখন প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা আসবেন সেই অপেক্ষায় থাকেন এই কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা।

আজ রোববার (৭ জুলাই) সকাল ১০টায় সরেজমিনে বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, গেটের তালা বন্ধ, সামনে বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ের তালা খোলার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা ও কয়েকজন সহকারি শিক্ষক।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সবিতা রানী পালসহ সরকারি শিক্ষক-শিক্ষিকারাও সময়মত বিদ্যালয়ে উপস্থিত হন না। সকাল ৯টায় বিদ্যালয় খোলার সরকারি নিয়ম থাকলেও প্রতিদিন খোলা হয় অনেক পরে। এসময় কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হয়।

দেরিতে বিদ্যালয় খোলা এবং সঠিক সময় শিক্ষক-শিক্ষিকা না থাকার কারণে শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী পাল জানান, আমিসহ দুইজন সহকারি শিক্ষক অসুস্থ হওয়ায় একদিন একটু দেরি হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইব্রাহিম বলেন, দেরি হওয়ার বিষয়টি আমি বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, ওই বিদ্যালয়ের শিক্ষকদের দেরিতে আসার অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি কারাগারে
নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ৩০ জেলের জরিমানা
X
Fresh