• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় পাওয়া গেল ১৪ কেজি ওজনের কাতল

এম,মনিরুজ্জামান,রাজবাড়ী

  ০৬ জুলাই ২০১৯, ২২:০৮

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পরেছে।

শনিবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এই মাছটি ধরা পরে।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান আলী জানান, শনিবার সকালে পাঁচ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে জাল ফেলে ওই এলাকার জেলে শামছু হলদার। দীর্ঘসময় নদীতে জাল পেতে রাখার পর তার জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরে। মাছটির ওজন ১৫ কেজি ৭০০ গ্রাম।

তিনি আরও জানান, মাছটি এক হাজার ৮০ টাকা কেজি দরে ক্রয় করে বেশি লাভের আশায় এরই মধ্যে মাছটিকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে এই বর্ষা মওসুমে প্রায় বড় বড় কাতলা ও বাঘাইর মাছ ধরা পড়ছে।

গত চার জুলাই শুক্রবার ও এক জুলাই দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে দুই কেজি ও ২০ কেজি ওজনের দুটি বাঘাইর মাছ জেলেদের জালে ধরা পরেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা, কাজি-সহযোগী কারাগারে
সার্টিফিকেট জালিয়াতি, যা বললেন কারিগরির সাবেক চেয়ারম্যান
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
X
Fresh