• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বন্যা আতঙ্কে কুড়িগ্রামবাসী (ভিডিও)

খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম

  ০৬ জুলাই ২০১৯, ১৫:২৬

প্রতি বছর বর্ষার শুরুতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের প্রায় সবকটি জেলায় বন্যা দেখা যায়। বিগত কয়েকবছর উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামেও সৃষ্টি হয় বন্যা। এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও আতঙ্কে ভুগছে এখানের মানুষ।

সাধারণ মানুষের আশংকা বৃষ্টি নিয়মিত শুরু হলে গেল বছরের মতো এবারও বাড়ি-ঘর, ফসলসহ নানান ক্ষতির মুখে পড়বেন তারা। তবে প্রশাসন বলছে, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

বিগত বছরগুলোতে বন্যা শুরু হলে তা মোকাবেলায় ত্রুটিতে নানা ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল এখানকার মানুষকে। বন্যায় ভেসে যায় ঘরবাড়ি ও ডুবে যায় আবাদি জমির ফসল।

অন্যদিকে, মাছচাষিরা জানালেন বন্যায় নদনদীর পানি এসে পুকুরগুলো উপচে গিয়ে মাছ বেরিয়ে যেতে যাতে না পারে সে ব্যাপারে প্রস্তুতি চলছে।

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন ইউপি চেয়ারম্যান বলছেন এ ব্যাপারে তারা যথেষ্ট প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়া বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতি আছে বলে জানালেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা সুলতানা পারভীন।

তবে সরকারের প্রতি আগে থেকেই ব্যবস্থা নিয়ে দুর্দশা থেকে সাধারণ মানুষকে রক্ষার আহবান জানান স্থানীয়রা।

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
চিলমারীতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
X
Fresh