• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব’ (ভিডিও)

আরটিভি

  ০৬ জুলাই ২০১৯, ০৮:৪৫

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ মো. জসিম উদ্দিন বলেছেন, ক্রিকেট খেলা আমাদেরকে সারাবিশ্বের বুকে যেভাবে পরিচিত করেছেন আর এটি সম্ভব হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের কারণে। বর্তমান সরকারও সারাদেশে ফুটবল খেলাকে আগের মতো জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফুটবল বলেন আর ক্রিকেট বলেন এ খেলার মধ্যে দিয়ে যুব সমাজকে মাদকের বিষাক্ত অভিশাপ থেকে মুক্ত করা যায়।

গতকাল শুক্রবার (৫ জুলাই) বিকেলে নোয়াখালীর নাটেশ্বর ইউনিয়নের আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রাম ও নজরপুর গ্রামের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নজরপুর গ্রামের ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাটেশ্বর গ্রাম।

ফুটবল খেলা দেখতে দুপুর থেকে বিভিন্ন বয়সী হাজার হাজার দর্শক মাঠে এসে জড়ো হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
টিভিতে আজকের খেলা
‘লিটনকে না খেলালেই ভালো হতো’
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh