• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বাদে ও উৎপাদনে এগিয়ে খাগড়াছড়ির আনারস (ভিডিও)

শরিফুল ইসলাম ভূঁইয়া, খাগড়াছড়ি

  ০৫ জুলাই ২০১৯, ১৭:৩৩

চলতি বছর খাগড়াছড়িতে আনারসের বাম্পার ফলন হয়েছে। জেলার বহু বাগানে দেখা মিলছে বিভিন্ন জাতের আনারস। উৎপাদন ভালো ও লাভজনক হওয়ায় দিন দিন আনারস চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে সুস্বাদু পাহাড়ি এই আনারস।

পার্বত্য অঞ্চলে উৎপাদিত এসব আনারসের খ্যাতি রয়েছে দেশজুড়ে। উর্বর মাটিতে আনারস চাষ করে লাভের মুখ দেখছেন পাহাড়ের চাষিরা। দিন দিন তাই বাড়ছে আনারস চাষ।

প্রতিদিন খাগড়াছড়ি বাজার, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ির গাড়িটানাসহ জেলার বিভিন্ন স্থানে জমে ওঠে আনারসের হাট। এসব আনারস চট্টগ্রাম, ঢাকাসহ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দাম ভালো পাওয়ায় সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর জেলায় ১১৫০ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। আর উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ১৮০০ মেট্রিকটন।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মর্ত্তুজা আলী জানান, অদূর ভবিষ্যতে ফলন আরও বাড়তে পারে।

তবে বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমাতে আনারসের ভালো জাত উদ্ভাবনে দেশীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোকে গতিশীল করার পরামর্শ সংশ্লিষ্টদের।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
আবারও বন্ধ চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
এ বছর খাদ্যশস্য উৎপাদন খুবই ভালো : নাছিম
X
Fresh