• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভৈরবে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু, হামলা ও ভাংচুর (ভিডিও )

ভৈরব প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৯, ১০:৪৭

কিশোরগঞ্জের ভৈরবে হাতের রড খুলতে এসে ভুল চিকিৎসার শিকার হয়ে জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহতের স্বজনরা হাসপাতালে হামলা ও ভাংচুর চালায়।

বৃহস্পতিবার রাতে শহরের ট্রমা জেনারেল (প্রাইভেট) হাসপাতালে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক চিকিৎসকে আটক করেছে পুলিশ।

জানা যায়, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ নামে এক ওয়ার্ডবয় অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা পালন করে আসছিলেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা বসে নির্দেশ দেন আর গৌরাঙ্গ কাজ করেন। ফলে হাসপাতালের অধিকাংশ অপারেশনের সময় গৌরাঙ্গই সব কাজ করে থাকেন। নিহত জুয়েলের বেলাও এর ব্যতিক্রম ঘটেনি।

নিহত জুয়েল আনফিট থাকায় এনেস্থিসিয়া দিতে অপরাগতা প্রকাশ করেন ডা: ইমরান। কিন্তু ওয়ার্ডবয় গৌরাঙ্গের অনুরোধে তিনি এনেস্থিসিয়া করতে বাধ্য হন। আর এনেস্থিসিয়া প্রয়োগের পরেই জুয়েল মৃত্যুর কোলে ঢলে পড়েন।