• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারে এক হাজার বাসা থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি

  ০৪ জুলাই ২০১৯, ১৬:৩৭
সাভার

সাভারে অভিযান চালিয়ে প্রায় এক হাজার বাসা থেকে অবৈধভাবে ব্যবহারিত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করেছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ ও অবৈধ সংযোগের সংখ্যা কমাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। সাভার-আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলাও দায়ের করা হবে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা ব্যবহারকারী বাড়ির মালিকদের মাঝে মধ্যেই আর্থিক জরিমানাও করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযানের সময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোববার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
দুই ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
শনিবার কোথায় কখন গ্যাস থাকবে না, জানাল তিতাস
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
X
Fresh