• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে নোয়াখালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৩ জুলাই ২০১৯, ১৯:৩১

চট্টগ্রাম নগরীর বালুরটাল এলাকায় নোয়াখালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

আজ বুধবার (৩ জুলাই) দুপুরে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা নিরসনে নেয়া মেগা প্রকল্পের পরিচালক আহমেদ মাঈনুদ্দিন নোয়াখালের উপর ৮৭টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেন। এসব স্থাপনা উচ্ছেদ শেষ হতে আরও তিনদিন লাগবে বলেও জানান তিনি।

অন্যদিকে, চট্টগ্রামের পাহাড়তলী থানার ফয়েজলেক এলাকার রেলওয়ের মালিকানাধীন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ করেছে প্রশাসন।

আজ দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রায় ৫০টির বেশী বসতঘর উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশ কয়েক দফায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হলেও তারা না সরায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বর্ষা মৌসুমে অতি বৃষ্টিতে পাহাড় ধ্বসে প্রাণহানির আশংকায় এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh