• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে বরিশালে দুইজনকে জরিমানা

বরিশাল প্রতিনিধি

  ০৩ জুলাই ২০১৯, ০৮:৫১
রোগাক্রান্ত গরুর মাংস
গৌরনদীতে জব্দকৃত রোগাক্রান্ত গরুর মাংস পুঁতে ফেলে ভ্রাম্যমাণ আদালত, ছবি: আরটিভি অনলাইন

বরিশালে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কটকস্থলে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সময় আলী আহম্মদ সরদার ও কসাই খোকন সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারিহা তানজিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আলী আহম্মদ সরদারের রোগাক্রান্ত বকনা গরু বিক্রি করে কসাই খোকনের কাছে। গোপন সূত্রের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে খোকন সোমবার রাতে গরু জবাই করে বিক্রি করছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারিহা তানজিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ জরিমানা করেন এবং মাংস মাটিতে পুঁতে ফেলেন।

এ প্রসঙ্গে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া তানজিন বলেন, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রথমবার তাকে এ শাস্তি দেওয়া হলো। পরবর্তীতে একই অপরাধ করলে শাস্তি আরও কঠোর হবে।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
বরিশাল মেডিকেলে প্রিজন সেলে আসামির হাতে আসামি খুন
চাল বিক্রিতে নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
১৯ হাজার টাকায় বিক্রি হলো একটি ডিম
X
Fresh