• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে আগুন: পর্যাপ্ত পানি নেই, আগুন নিয়ন্ত্রণে ধীর গতি

গাজীপুর প্রতিনিধি

  ০২ জুলাই ২০১৯, ২০:৫৪
গাজীপুরে আগুন
গাজীপুরে আগুন: পর্যাপ্ত পানি নেই, আগুন নিয়ন্ত্রণে ধীর গতি

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলে আগুনের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিখোঁজ ও এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

নিখোঁজ শ্রমিকরা হলেন- এসি প্ল্যান্ট বিভাগের আনোয়ার হোসেন, সুজন মিয়া, রায়হান মিয়া, মোহাম্মদ শাহজালাল।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলার আলাউদ্দিনের ছেলে। গত ৭ বছর ধরে ওই কারখানায় নিরাপত্তার কর্মী হিসাবে কর্মরত ছিলেন।

সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, গুদামে আগুন জ্বলছে। আশপাশে হাজারো মানুষের ভিড়। দমকল বাহিনীর ১৪টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সে সময় আশপাশে কোনও পানির উৎস না থাকায় দমকল বাহিনীকে ভীষণ বেগ পেতে হয়।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে আগুন দেখে তারা দ্রুত কারখানা থেকে বের হয়ে আসেন। ক্রমেই আগুন আশপাশে ছড়িয়ে যেতে থাকে। তারা জানান, কারখানার তুলার গুদামে শ্রমিকেরা সব সময় থাকে না। সেখানে কোনও জরুরি প্রয়োজনে কেউ গিয়ে থাকলে হতাহতের ঘটনা ঘটতে পারে।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুনে গুদামের প্রচুর তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ ঘটনায় একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
X
Fresh