• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আগে টেলিফোনে আদালতের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হতো: আইনমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

  ০২ জুলাই ২০১৯, ২০:১৮
আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক ।। ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতের কার্যক্রম আগে টেলিফোন করে নিয়ন্ত্রণ করা হতো। বিএনপির আমলে কোনও আদালতই স্বাধীন ছিল না। বর্তমান সরকারের আমলে আদালত স্বাধীনভাবে কাজ করছে। সরকার তাতে হস্তক্ষেপ করে না।

আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলার নান্দাইল উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেছেন, এখন বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ যা রায় দেয় সেটাই সবাইকে মানতে হবে। আমাদের কিছুই করার নেই। বিচারের মাধ্যমে সাজা অথবা খালাস হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আইনের শাসনই প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, একদিনে আদালতে ৩৫ লাখ মামলার জট সৃষ্টি হয়নি। সরকার সেই জট ছাড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশের উন্নয়ন বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এমন কোনো আনাচ-কানাচ নেই যেখানে বাংলাদেশের উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
শ্রম আইন সংশোধনে তাড়াহুড়ো না করার আহ্বান আইএলও’র
দেশে ৬৪৮ এমপি নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
X
Fresh