logo
  • ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৭

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

আরটিভি অনলাইন
|  ০২ জুলাই ২০১৯, ১৮:৪১ | আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৯:০৮
পৌরসভার
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। 

নোয়াখালীর ৮টি পৌরসভার কয়েকশত কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করেছেন।  

পরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে অবস্থান নেন তারা। ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়।  

এছাড়া অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করা হয় বরিশালে।   ফরিদপুরের পাঁচটি পৌরসভায় কর্মবিরতি হয়। অবস্থান ও কর্মবিরতি হয় জয়পুরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, কুড়িগ্রাম, শরীয়তপুরে।  

ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও বান্দরবানেও কর্মবিরতি করেন কর্মকর্তা-কর্মচারীরা।  

এছাড়া, কর্মবিরতি পালিত হয় ভোলা, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, যশোর, রাজবাড়ি, হবিগঞ্জ, পটুয়াখালীতে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়