• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রিফাত হত্যা: দায় স্বীকার করলেন দুইজন, রিমান্ডে তিনজন

বরগুনা প্রতিনিধি

  ০১ জুলাই ২০১৯, ২০:০৭
রিফাত হত্যা
ছবি-সংগৃহীত

বরগুনায় রিফাত হত্যা মামলার ১১ নম্বর আসামি অলি ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটককৃত সন্দেহভাজন আসামি তানভীর আজ সোমবার (১ জুলাই) ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়াও পুলিশের কনস্টবল পদে সম্প্রতি চাকরি পাওয়া সন্দেহভাজন আসামি মো. সাগর ও কামরুল হাসান সাইমুনকে একই আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া এর আগে তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় নাজমুল হাসানের পুনরায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ সোমবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বরগুনা থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গেল বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাতের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন রিফাতকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

রিফাত শরীফ হত্যা মামলায় সোমবার সন্ধ্যা পর্যন্ত ৯ জন আসামি গ্রেপ্তার হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh