• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাভারে হেলে পড়া বাড়িটি সিলগালা করা হয়েছে

সাভার প্রতিনিধি

  ০১ জুলাই ২০১৯, ১৩:৫৯

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হেলেপড়াসহ দুটি বাড়ি সিলগালা করেছে সাভার উপজেলা প্রশাসন।

গতকাল রোববার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ি দুটি সিলগালা করেন।

এ সময় বাড়ি দুটির ভাড়াটিয়াদের নিরাপদে অন্যস্থানে সরিয়ে নেওয়া হয়।

এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে হেমায়েতপুর এলাকায় মজিবর রহমান নামের এক ব্যক্তির পাঁচতলা বাড়িটি পাশের তিনতলা বাড়ির ওপর হেলে পড়ে। এ ঘটনায় দুই বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। এ ঘটনায় গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পরে সাভার উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ি দুটি সিলগালা করে দেয়। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন দুটি সিলগালা করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।