• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

খেয়ে না খেয়ে দিন কাটছে সাঁওতালদের

নোমান শিবলী, আরটিভি

  ৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৯

অর্থকষ্টে দিন কাটাচ্ছেন গাইবান্ধা গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লির বাসিন্দারা। জেলার চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হবার পর থেকে কর্মহীন জীবন কাটছে তাদের। আয় না থাকায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের।

ধান কাটা, মাড়াইসহ বিভিন্ন মৌসুমে শ্রমিকের কাজ করে দীর্ঘদিন জীবন-যাপন করে আসছিলেন সাঁওতাল পুরুষ ও নারীরা। কিন্তু গেলো নভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হবার পর থেকেই সহায়-সম্বলহীন হয়ে সব ধরনের কাজের সুযোগ হারিয়েছেন তারা। এছাড়া নানা আতঙ্কে নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারছেন না তারা। ফলে ধানের মৌসুম শেষ হয়ে গেলেও কোনো কাজ করতে পারেননি তারা।

আয়-উপার্জন না থাকায় তিন বেলা খাবার জুটছে না অনেকের। এ অবস্থায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের।

সাঁওতালদের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা।

তবে সাঁওতালদের কর্মসংস্থানে নানা কর্মসূচি নেয়ার কথা চিন্তা করা হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক জানালেন, উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সাঁওতালদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাদের ঋণ দেবার বিষয় সরকারের বিবেচনায় আছে।

এনএস/কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh