• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিফাত হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

বারগুনা প্রতিনিধি

  ৩০ জুন ২০১৯, ২২:৩২
প্রধান আসামি
ফাইল ছবি

বরগুনা শহরে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় এহাজরভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন মামলার এজাহারের ১১ নম্বর আসামি অলি এবং ১২ নম্বর আসামি টিকটক হৃদয়।তবে তাদের কোন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আজ রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে এজাহরভুক্ত চারজন, আর বাকি চারজন সন্দেহভাজন।

এ মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (২৫)। বাকি আসামিরা হলেন মো. রিফাত ফরাজী (২৩), মো. রিশান ফরাজী (২০), চন্দন (২১), মো. মুসা, মো. রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো. হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১)।

গত বুধবার জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) স্ত্রীর সামনে কুপিয়ে জখম করে নয়নের নেতৃত্বে একদল যুবক।পরে আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা দুলাল শরীফ বৃহস্পতিবার ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh