• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অযৌক্তিক ফি আদায় বাতিল চায় বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি

  ৩০ জুন ২০১৯, ১৪:২৫

ফরম ফিলাপে বিভিন্ন খাতে অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে সরকারি বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টায় সাধারণ শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

পরে কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনে সড়কে মানববন্ধন করে। এসময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম ফিলাপের নির্ধারিত ফি এর বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্র-ছাত্রী সংসদ ফি, লাইব্রেরি ফি, পরিবহন ফি, অধিভুক্ত ফি, অত্যবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি আদায় করা হয়। তবে পূর্বে এই সমস্যা ছিলো না। এসব খাতে ফি নেয়া হলেও এর কোনও দৃশ্যমান কার্যক্রম চোখে পড়েনা। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবি জানান তারা।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিদ ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার আরটিভি অনলাইনকে জানিয়েছেন, তাদের কাছ থেকে কোনও অতিরিক্ত ফি আদায় করা হয় না।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
নর্থ সাউথের শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিটস্ট্রোক
দুই শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল চুয়েট
X
Fresh