রাজধানীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা (ভিডিও)
রাজধানী ঢাকার হাজারীবাগ থানার রায়েরবাজারে ইয়াসিন নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাজারের টালি অফিসের জরিনা স্কুলের পাশে বাংলা সড়ক নামে গলিতে কে বা কারা ইয়াসিনের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে এই কিশোরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি ইকরাম আলি মিয়া। তিনি জানান, তদন্তের পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।
এই কিশোর নিমতলী এলাকার একটি চায়ের দোকানে কাজ করতো এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এক পথচারী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় বলে জানা গেছে।
কে