logo
  • ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬

রিফাত হত্যা: বিচার দাবিতে ফুঁসে উঠেছে বরগুনাবাসী

বরগুনা প্রতিনিধি
|  ২৯ জুন ২০১৯, ১৩:৫৪
রিফাত হত্যা: বিচার দাবিতে ফুঁসে উঠেছে বরগুনাবাসী ।। ছবি-সংগৃহীত
দিনেদুপুরে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে বরগুনাবাসী। 

আজ শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে বরগুনা প্রেসক্লাব সামনে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পরে মানববন্ধন শেষে বরগুনা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

বক্তারা রিফাতকে কুপিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন, নিহত রিফাতের বাবা দুলাল শরীফ, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপনসহ আরও অনেকে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়