• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাস চাপায় মা-ছেলে নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর

গোপালগঞ্জ প্রতিনিধি

  ২৯ জুন ২০১৯, ১৩:৪২
সড়ক দুর্ঘটনা
বাস চাপায় মা-ছেলে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে ও তাতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কের দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

আজ শনিবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গেঁড়া খোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম(৩৪) এবং তার ছেলে সাকিব খান(৮)।

জানা যায়, স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্ট মার্টিন নামের একটি বাস তাদেরকে ঘটনাস্থলে চাপা দেয়।

অবরোধের সময় ১০/১২ টি যানবাহন ভাংচুরে ঘটনা ঘটে। এতে জানালার কাচ ভেঙে আহম্মদ (৮) নামে এক শিশু বাসযাত্রী আহত হয়। পরে প্রশাসন ওই স্থানে স্পিড বেকার তৈরির আশ্বাস দিলে আন্দোলনকারীরা সকাল সোয়া ১০ টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন। তারপর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটক করেছে পুলিশ। জনতা অবরোধ তুলে নিয়েছে। মা ও ছেলের মরদেহ তাদের আত্মীয় স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
X
Fresh