• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জ প্রতিনিধি

  ২৯ জুন ২০১৯, ১২:৫৩

সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ছয় উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

গতকাল শুক্রবার সকালে সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৬৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। আজ শনিবার তা কমে ৬৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১৫ মি.মি। যা এ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

সুরমা ছাড়া যাদুকাটা, কংশ, চলতি নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ শহরের ষোলঘর, কাজিরপয়েন্ট, আরপিননগর, বিলপার, নতুনপাড়া, তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় সুরাম নদীর পানি প্রবেশ করেছে।

এসব এলাকার অনেক রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলও অনেক কমে গেছে। ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। চরম ভোগান্তিতে আছে সাধারণ মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দীক ভূঁইয়া বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে সুরমা নদীতে পানি বেড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়বে। তবে, ড্রেনেজ সমস্যার কারণে শহরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এটা বন্যা না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
মুক্তি পাওয়ায় নাবিকদের বাড়িতে খুশির বন্যা
X
Fresh