• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে ‘গোলাগুলিতে’ ৯ মামলার আসামি নিহত

মেহেরপুর প্রতিনিধি

  ২৯ জুন ২০১৯, ০৮:৩৮
বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধে ৯ মামলার আসামি নিহত

মেহেরপুরে গাংনী উপজেলার কসবা কচুখালী গ্রামে দুই সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে মনিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তির নামে সন্ত্রাসী, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় গাংনী থানায় ৯টি মামলা রয়েছে।

গতকাল শুক্রবার (২৮ জুন) রাত ২টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম কসবা গ্রামের মৃত ওসমান মোল্লা ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, কসবা ও কচিখালি গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে কসবা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছার আগেই গোলাগুলি বন্ধ হয়েছিল। ঘটনাস্থলে মনিরুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয় লোকজন গিয়ে মনিরুলের পরিচয় নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে মনিরুলের বাড়ি দুই কিলোমিটার মত দূরে।

তিনি বলেন, এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh