• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ জুন ২০১৯, ১৪:৪০
তিন সদস্যসহ পাঁচজনের মৃত্যু
ফাইল ছবি

বজ্রপাতে সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা ও ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার রতনপুর এবং আশাশুনি উপজেলার বুধহাটায় পর্যায়ক্রমে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

স্থানীয়সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যে কালীগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম আলীর বাড়িতে বজ্রপাত হয়। এ সময় তার টিনশেড ঘরে দুই ছেলে ও পুত্রবধূ ছিলেন। বজ্রপাতে তারা মারা যান।

নিহতদের নাম আল-আমিন (২২), তার সহোদর রবিউল (২০) ও আল-আমিনের স্ত্রী সাবিনা আক্তার (১৮)।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া কাছাকাছি সময়ে একই ইউনিয়নের বিজয়নগর গ্রামে বজ্রপাতে মুনছুর গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়।

অন্যদিকে, আশাশুনি উপজেলার মাদ্রাগ্রামে বজ্রপাতে মারা যান এক যুবক। তার নাম জুয়েল হোসেন (২৪)। মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। আশাশুনি থানার ওসি আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জিএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh