• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিফাত হত্যা মামলার আসামিদের ধরতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৯, ১২:১২
রিফাত হত্যা

বরগুনায় প্রকাশ্যে দিবালোকে রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌ-বন্দরসহ সব জায়গায় পুলিশ সদর দপ্তর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া মো. সোহেল রানা এক খুদে বার্তায় জানান, ‘বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরইমধ্যে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আসামিরা যেনো দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দর সমূহকে নির্দেশনা দেয়া হয়েছে।

আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই,সিআইড র‌্যাব এবং ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে।

আশা করছি সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

অভিযুক্তদের বিষয়ে কোন তথ্য থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে’।

​এর আগে গতকাল হত্যাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সে জন্যে সরকারকে সীমান্তে রেড এলার্ট ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গেলো ২৬ জুন বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে পথচারীদের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

জে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh