• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রিফাতের জানাজায় জনতার স্রোত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৯, ০৪:৫২
জানাজা

প্রকাশ্য দিবালোকে বরগুণায় সন্ত্রাসীদের হামলায় নিহত রিফাত শরীফের জানাজার নামাজে জনতার স্রোত নেমেছিল যেন। দেশব্যাপী আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মুহূর্তেই ভিডিও ছড়িয়ে পড়ে। দেশজুড়ে তীব্র প্রতিবাদও হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

এরই মধ্যে বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবনগোলা এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রিফাত শরীফের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনার বুড়িরচর ইউনিয়নের নিজ বাড়িতে পৌঁছায়। রিফাতের মরদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে দেখা যায় তার স্ত্রীকেও।

রিফাতের জানাজা পড়িয়েছেন বরগুনা কামিল (মডেল) মাদ্রাসা জামে মসজিদের ইমাম ক্বারী মো. সোলায়মান। জানাজায় অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh