• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

উজানের ঢলে প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি

  ২৭ জুন ২০১৯, ১৪:৫৬
ঢল, প্লাবিত, নিম্নাঞ্চল
কুড়িগ্রামে উজানের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

কুড়িগ্রামের বাড়ছে নদনদীর পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। উজান থেকে নেমে আসা ঢল এবং টানা দুই দিনের বৃষ্টিপাতে বৃদ্ধি পেয়েছে কুড়িগ্রামের সবকটি নদনদীর পানি। বিশেষ করে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিক হারে।

গেল ২৪ ঘণ্টায় এ নদীর অববাহিকার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুটি, মাহিগঞ্জ চান্দনিয়া, চরবলদিয়া, পাইকারছড়া ইউনিয়নের চরাঞ্চল পাইকডাঙ্গা, শিলখুড়ি ইউনিয়নের শালঝোড়, বলদিয়া ইউনিয়নের চর শতিপুরির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে যাত্রাপুর শুলকুর বাজার এলাকার সংযোগ সড়ক ভেঙে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ধরলায় ৩৭ সে. মি., তিস্তা নদীতে এক দশমিক পাঁচ সে.মি, ব্রহ্মপুত্র নদে এক দশমিক ৬৫ সে.মি পানি বৃদ্ধি পেয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে একই পরিবারের ৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি
গণতন্ত্র নিয়ে কোন দেশ কী বলল তা মুখ্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
কুড়িগ্রামে দৈনিক সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরীক্ষা শুরুর আগে উত্তরপত্রের ছড়াছড়ি, ২ জনকে জিজ্ঞাসাবাদ
X
Fresh