• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে নুসরাত হত্যার বিচার শুরু

ফেনী প্রতিনিধি

  ২৭ জুন ২০১৯, ১২:৪৪
নুসরাত

সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে নুসরাত হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার ১৬ আসামিকে আদালতে হাজির করা হয়।

এর আগে মামলার বাদী ও নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান, নুসরাতের দুই সহপাঠী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানাকে সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে হাজির করা হয়।

বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান জানান, ১৮০ দিনের মধ্য এই মামলার বিচার কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য মামলার অভিযোগ গঠনের ছয় দিনের মাথায় ৯২ জন সাক্ষীর মধ্যে আজ তিনজন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করছেন। এ মামলার চার্জশিট জমা দেওয়ার আগে সাতজন সাক্ষী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে দিয়ে বিচার কাজের প্রক্রিয়া শুরু হলো।