• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুলাউড়ায় রেল দুর্ঘটনা

রেল দুর্ঘটনায় আহত-নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে: মন্ত্রী

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৯, ১২:৫৭
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন
নূরুল ইসলাম সুজন ।। ছবি-সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার রেল দুর্ঘটনায় গঠিত দুটি তদন্তে কমিটির রিপোর্টে কারও বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ বুধবার (২৬ জুন) সকালে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে এসে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা ও আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

রেলপথ মন্ত্রী জানান, সিলেট-ঢাকা রেলপথ দ্রুত ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে। ঢাকা সিলেট রেলপথের আখাউড়া পর্যন্ত ডুয়েলগেজে রূপান্তরিত হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত করতে ইতোমধ্যেই ১৬ হাজার ১৪৪ লাখ টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন করেছে। এই প্রকল্পে কাজ শেষ হলে এ রেলপথ আরও আধুনিকায়ন হবে।

পরে মন্ত্রী কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান। ও এরপর কুলাউড়ার বরমচালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন রেলপথ মন্ত্রী।

উল্লেখ্য, গেল রোববার (২৩ জুন) রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ৪৮ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হলেও সোমবার সকালে পুলিশ চারজনের মরদেহ উদ্ধারের কথা জানায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh