• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বজ্রপাতে দিনাজপুরের ৩ জন নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৯, ০০:৪৯

দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) রাত ৮টার দিকে বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের উত্তর মাধবপুর গ্রামের লক্ষিরহাট বাজার ও বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর গোদাপুকুর গ্রামে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়, বিরল উপজেলার উত্তর মাধবপুর গ্রামের জীবন চন্দ্র রায়ের ছেলে সার্ণিক চন্দ্র রায় (৪৫), হরিশচন্দ্রপুর গ্রামের সুমন্ত চন্দ্র শীল (৪২) ও বোচাগঞ্জ উপজেলার গোধাপুকুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন (৪০)। এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন নুচুগ্রামের রঞ্জিত চন্দ্র রায় (৪২)।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, মঙ্গলবার রাতে হঠাৎ বৃষ্টি শুরু হলে উপজেলার উত্তর মাধবপুর বাজারের একটি দোকানে বেশ কয়েকজন আশ্রয় নেন। এ সময় দোকানের পাশে বজ্রপাত হয়। আর ঘটনাস্থলে সার্ণিক চন্দ্র রায় ও সুমন্ত চন্দ্র শীলের মৃত্যু হয়। সেখানে থাকা রঞ্জিত চন্দ্র রায় নামের আরও একজন আহত হন। স্থানীয়রা রঞ্জিতকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, রাত ৮টায় দিকে বোচাগঞ্জ উপজেলার গোধাপুকুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মাহমুদা বেগম (৪০) বাড়ির সামনে দোকানে ভাজা-পোড়া বিক্রি করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
X
Fresh