• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে সাদা হয়েছে ৯৪ হাজার ভরি সোনা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৫ জুন ২০১৯, ২৩:০২

চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীরা ৯৪ হাজার ৬০ ভরি সোনা কর দিয়ে বৈধ বা সাদা করেছেন। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৭১ কোটি টাকা। স্বর্ণ বৈধ বা সাদা করতে নয় কোটি ৪০ লাখ টাকা কর দিয়েছেন ব্যবসায়ীরা।

নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিকের পিএইচপি পেলিকান মেহজাবিন ভবনে তিনদিনব্যাপী চলা এ স্বর্ণ মেলা শেষ হয় আজ মঙ্গলবার।

চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, ৫১০ জন ব্যবসায়ী ও পাঁচটি ফার্ম ১০ কোটি ৩১ লাখ টাকা কর দিয়ে স্বর্ণ, রৌপ্য ও হীরা সাদা করেছেন।

এছাড়া ৭৯ হাজার ৮৭৩ ভরি রুপা এবং ২৫৭ দশমিক ৫ ক্যারেট হীরা বৈধ করেছেন ব্যবসায়ীরা।

এই মেলার আয়োজন করে আয়কর বিভাগ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh