• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরায় মোটরসাইকেল-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি

  ২৫ জুন ২০১৯, ১৭:১১

সাতক্ষীরার ত্রিশ মাইলে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্স ড্রাইভার।

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সাতক্ষীরা টাউন বাজারের স্টার ক্যাবল এর কর্মচারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরার স্টার ক্যাবলের কর্মচারী উত্তর কাটিয়ার আবুল হোসেনের ছেলে কামরুজ্জামান ও ইনতাজ আলীর ছেলে আব্দুস সালাম তালা উপজেলা থেকে ডিসের লাইন মেরামত করে দুপুরে মোটরসাইকেল করে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। পথিমধ্যে ত্রিশ মাইল নামক স্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা তালা সার্জিকাল ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই তারা নিহত হন। এ সময় অ্যাম্বুলেন্স ড্রাইভার হজরত আলী গুরুতর আহত হন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
X
Fresh