• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চমেকে এনএসআইর ভুয়া সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৪ জুন ২০১৯, ২২:৫৩

চট্টগ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নাম ব্যবহার করা আব্দুল মান্নান (২২)নামের এক ভুয়া সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মান্নান ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকার রবিউল আলমের ছেলে।

আব্দুল মান্নান নিজেকে এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালি ও হাসপাতালে প্রভাব খাঁটিয়ে আসছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে পুলিশ সদস্য ইমরানের সঙ্গে কথা কাটাকাটির হয় আব্দুল মান্নানের। এক পর্যায়ে আব্দুল মান্নান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দেয়। পুলিশ চ্যালেঞ্জ করে তাকে আটক করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তাকে ভুয়া এনএসআই শনাক্ত করেন চট্টগ্রামে এনএসআই মেট্রো শাখার প্রধান উপ-পরিচালক মোহাম্মদ আলী। পরে তাকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
X
Fresh