• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

খনন করা নদীর বালু দিয়ে পাড় নির্মাণ, আবারো ভরাটের শঙ্কা

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২৪ জুন ২০১৯, ২১:২৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় লাচ্চি নদী পুনঃখননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একদিকে অপরিকল্পিতভাবে খনন করায় ছোট হচ্ছে নদী অন্যদিকে নদীর পাড় বালু দিয়ে নির্মাণ হওয়ায় এবারের বর্ষায় আবারো তা ভরাট হয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নিয়মতান্ত্রিক ভাবেই হচ্ছে কাজ।

ঠাকুরগাঁওরে পীরগঞ্জ পৌরসভাকে দুভাগে বিভক্ত করেছে শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া লাচ্চি নদী। গেল বছরের ডিসেম্বর মাসে এ নদীর ১২ কিলোমিটার ও হরিপুর উপজেলার যমুনা খালের ১০ কিলোমিটার পুনঃখননের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।

লাচ্চি নদী খননে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১২ লাখ টাকা। স্থানীয়রা বলছেন, খনন করা নদীর বালু দিয়ে পাড় তৈরি করা হচ্ছে। যা সামনের বর্ষায় ধুয়ে আবারো ভরাট হয়ে যাবে নদী।

এদিকে নকশা অনুযায়ী নদী খনন না হওয়ায় নদী সংকোচিত হচ্ছে বলে অভিযোগ পীরগঞ্জ পৌরসভার মেয়রের।

তবে এ অভিযোগ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh