• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কেন্দুয়ায় সাংবাদিককে পিটিয়ে জখম করলো সন্ত্রাসীরা

নেত্রকোনা প্রতিনিধি

  ২৪ জুন ২০১৯, ১৭:৪১

নেত্রকোনার কেন্দুয়ায় এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

গতকাল রোববার দুপুরে পৌর ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম আয়নাল হক। তিনি ‘নেত্রকোনা ডটকম’ নামে স্থানীয় একটি অনলাইন পত্রিকার সম্পাদক। এর আগে তিনি ‘দৈনিক ইত্তেফাকে’র উপজেলা প্রতিনিধি ছিলেন।

আহত সাংবাদিক আয়নাল হক আরটিভি অনলাইনকে জানান, গেল ২১ জুন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তার পত্রিকায় ‘কেন্দুয়ায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এরই জের ধরে রোববার দুপুরে কেন্দুয়া প্রেসক্লাবে আসার পথে পৌর ভবনের সামনে ছয়জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লোহার রড দিয়ে ওই সাংবাদিককে বেধড়ক মারধর করে। এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায়। কোমর ও শরীরের বিভিন্ন স্থানে জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, এ রকম একটি ঘটনা শুনেছি। এ নিয়ে থানায় কেউ কোনও লিখিত অভিযোগ দেয়নি। তবে সাংবাদিক আয়নাল হকের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করলো ইরান
X
Fresh