• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইতালির ল্যাম্বরগিনির আদলে গাড়ি তৈরি করলেন নারায়ণগঞ্জের আকাশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুন ২০১৯, ১১:৪৪

প্রথম দেখায় মনে হতেই পারে বিদেশি কোন স্পোর্টসকার। কিন্তু তা নয়, ইতালির অত্যাধুনিক ল্যাম্বরগিনির আদলে এই গাড়িটি তৈরি করেছেন নারায়ণগঞ্জের আকাশ আহমেদ।

পরিবেশবান্ধব গাড়িটি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে প্রায় ১০ ঘণ্টা চলতে সক্ষম। বিদেশে মেধা পাচার নয় দেশের চাহিদা মেটাতে নিজ দেশেই গাড়ী প্রস্তুত করতে চান এর নির্মাতা।

টেকসই ইঞ্জিন এবং গতির কারণে বিশ্ববিখ্যাত ইতালির গাড়ী ল্যাম্বরগিনি। স্পোর্টস কার হিসেবে এই গাড়ীর সুনাম দুনিয়াজোড়া।

বিশ্বখ্যাত এই গাড়ীর আদলে একটি গাড়ী নির্মাণ করে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার লামাপাড়ার ছেলে আকাশ আহমেদ। বিদ্যার দৌড়ে বেশিদূর এগুতে না পারা আকাশের আত্মবিশ্বাস আর উদ্যম এগিয়েছে তার সাফল্যের পথ। ১৪ মাসের নিরলস প্রচেষ্টায় পৌঁছে কাঙ্ক্ষিত লক্ষে।

বিদেশি গাড়ির বডি খুলে রিকন্ডিশন নয়, নিজস্ব অটোরিকশা ওয়ার্কশপে দেশীয় প্রযুক্তিতে গাড়িটি তৈরি করেন আকাশ। দেখতে ল্যাম্বরগিনি হলেও আসলে তার কিছুই নেই গাড়ীতে। ইঞ্জিনের বদলে গাড়ীতে ব্যবহার করা হয়েছে পানি তোলার মটর।

আকাশের বাবা নবী হোসেন বলেছেন, ছেলের স্বপ্ন পূরণ হয়েছে এতেই খুশি তিনি। সরকারের সহযোগিতা পেলে অনেক দুর এগিয়ে যেতে পারে ছেলের প্রচেষ্টা।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh