• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় লঞ্চ ও বাল্কহেড সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলো দুই শতাধিক যাত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২২ জুন ২০১৯, ১৮:৩৯
পদ্মায় লঞ্চ ও বাল্কহেড সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলো দুই শতাধিক যাত্রী - rtv online

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় পদ্মা নদীতে লঞ্চ ও বাল্কহেড (বালুবাহী নৌযান) সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলো লঞ্চের দুই শতাধিক যাত্রী। আজ শনিবার দুপুর ১টার দিকে পদ্মার নদীর চায়না চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে লঞ্চের সামনের অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। পরে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে অপর দুটি লঞ্চের মাধ্যমে যাত্রীদের নিরাপদে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়।

বিআইডব্লিউটিএ’র (শিমুলিয়া ঘাট) উপ-পরিচালক মোঃ আজগর আলী বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, মাদারীপুর কাঁঠালবাড়ি ঘাট হতে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ রিয়াদ দুপুর দুইটার দিকে পদ্মার নদীর চায়না চ্যানেলে এলাকায় নদীতে এলে এসময় বালুবাহী বাল্কহেড এর সথে সংঘর্ষ ঘটে। এতে লঞ্চের সামনের অংশ ভেঙে লঞ্চের ভেতর পানি ঢুকে পরে। খবর পেয়ে শিমুলিয়া ঘাট হতে দুটি লঞ্চ দ্রুত ছেড়ে গিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে যাত্রীদের নিরাপদে শিমুলিয়া ঘাটে নিয়ে আসে।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত লঞ্চটি হতে পানি অপসারণ করে শিমুলিয়া পাড়ে নিয়ে আসা হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাহুল ও পুরান ঝড়েও রক্ষা পেলো না লখনৌ, শুভসূচনা রাজস্থানের
X
Fresh