• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিকদের ছুটি

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ২২ জুন ২০১৯, ১৬:৩৯
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ - Rtv Online
পায়রা তাপ-বিদ্যুৎ কেন্দ্র (ফাইল ছবি)

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশি শ্রমিকদের রোববার থেকে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তিনদিনের মধ্যে তাদের বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার থেকে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে চায়না শ্রমিকরা। খবরের সত্যতা স্বীকার করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, গত মঙ্গলবার পায়রা তাপ-বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি ও চায়না শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরে কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কাজগুলো সম্পন্ন করতে অন্তত ১২ থেকে ১৫ দিন সময় লাগবে। ক্ষতিগ্রস্ত এসব কাজ বাংলাদেশি শ্রমিকদের পক্ষে সম্ভব নয়। এগুলো শুধু চায়নার শ্রমিকরাই করতে পারবে। মূলত এ কারণেই কয়েকদিনের জন্য বাংলাদেশি শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। তাদের বকেয়াও পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh