• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুন ২০১৯, ১৪:৫৫

গাজীপুর জেলার সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঢাকা থেকে বগি উদ্ধারে রিলিফ ট্রেন যাওয়ার পর দুপুর দুইটার দিকে ওই রুটে আবারও ট্রেন চলাচল শুরু করে।

এর আগে আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে জেলার সালনায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান আরটিভি অনলাইনকে জানান, রংপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি সালনা এলাকায় পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

লাইনচ্যুতের ঘটনায় টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরগামী কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh