• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুন ২০১৯, ১৩:০৬

গাজীপুর জেলার সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে জেলার সালনায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান আরটিভি অনলাইনকে জানান, রংপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি সালনা এলাকায় পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বগি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

এদিকে লাইনচ্যুতের ঘটনায় টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরগামী কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

আরএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh