• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে’ বোমা লিপু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২০ জুন ২০১৯, ০৮:৫৬
কথিত বন্ধুকযুদ্ধে লিপু ওরফে বোমা লিপু নিহত  - rtv online

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে লিপু ওরফে বোমা লিপু নিহত হয়েছেন।

বুধবার রাত ৩টায় ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লিপু পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র, বোমা ও নারী নির্যাতনসহ ১৬টির বেশি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, বুধবার সন্ধ্যায় লিপুকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার কাছে মাদক ও অস্ত্র রয়েছে। তার দেয়া তথ্যমতে রাতে দাপা বালুর মাঠ এলাকায় অভিযান গেলে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে লিপুর সহযোগীরা তাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন লিপু। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় আহত হন ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক, এসআই কামরুল হাসান, এএসআই জুয়েল ও কনস্টেবল নাদিম। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লিপু আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাকে ধরিয়ে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিটনকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক লিপু
টেস্ট স্কোয়াডে সাকিবের না থাকার কারণ জানালেন লিপু
চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
X
Fresh