logo
  • ঢাকা সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০, ৪ ফাল্গুন ১৪২৬

শাহবাজপুরে ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ শুরু হয়নি এখনো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
|  ১৯ জুন ২০১৯, ১৮:২৯ | আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:৪৫
শাহবাজপুরে ক্ষতিগ্রস্ত সেতু - rtvonline
শাহবাজপুরে তিতাস নদীর ওপর ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ শুরু হয়নি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর ওপর ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ শুরু হয়নি এখনো। 

জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসার পর সেতুর মেরামত কাজ শুরু হবে। 

সেতুটির ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ায় মঙ্গলবার সন্ধ্যা পর থেকে ভারি ও মাঝারি ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। 

এদিকে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণার পরও শতশত গাড়ি বিশেষ করে মালবাহী ট্রাক জমা হয় সেতুর দুপাশে। 

বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হোসেন সরকার জানিয়েছেন, বিকল্প পথে গাড়ি চলাচলে কোনও সমস্যা হচ্ছে না।  

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়