• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০১৯, ১৫:৩১
ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার সৈয়দটুলা গ্রামে খন্দকার মহল্লা ও ফকির পাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফুল মিয়ার ছেলে মোয়াজ্জেম (১৯) আলেখ খাঁর মেয়ে শারমিন ও তার সহপাঠী মিতুকে স্কুলে যাবার পথে বিভিন্ন সময় ইভটিজিং করত। শারমিন সরাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। এনিয়ে মোয়াজ্জামের পরিবারের কাছে বিচার দেয়া হলে মোয়াজ্জেমের লোকজন শারমিনের লোকজনের উপর হামলা চালায়। পরে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, সংঘর্ষকালে পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) নুরুল হক ও পাঁচ কনস্টেবলসহ ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠি চার্জ করে। পরে ১০/১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh